নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: লকডাউনের ফলে ভিন রাজ্যে আটকে পড়া ব্যক্তিরা নিজের রাজ্যে ফিরতে পেরে খুসি। চেন্নাই থেকে তিন যুবক নিজেরা গাড়ি ভাঁড়া করে বাড়ি ফিরলেন। ওই তিন জনের বাড়ি সারেঙ্গা ব্লকের চিংড়া গ্রামে। ভিন রাজ্যে থেকে আশা তিন যুবককে প্রশাসনের পক্ষ থেকে হোম কোয়ান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাড়িতে থাকার সে রকম ব্যবস্থা না থাকায় এবং গ্রামের মানুষের সিদ্ধান্ত অনুযায়ী সংক্রমন ঠেকাতে তাদের থাকতে হচ্ছে মাঠের মাঝে একটি সেচ ক্যানেলের মধ্যে তাঁবুতে।
কিন্তু ওই তিন যুবকের অভিযোগ, আমরা প্রশাসনের নিয়ম মেনে থাকতে চাই, কিন্তু প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছি না। একটা ত্রিপলের জন্য ব্লকে যোগাযোগ করা হয়েছিল সেটাও দেওয়া যাবেনা বলে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বলে দাবী চেন্নাই থেকে চিংড়া থেকে ফেরা যুবক প্রশান্ত নন্দীর। তাদের ক্ষোভ, আমরা কোয়ারেন্টাইনে থাকতে চাই, কিন্তু একদিকে প্রাকৃতিক দূর্যোগ, অন্যদিকে সাপের ভয় নিয়ে কি ভাবে মাঠের মাঝে দিন কাটানো সম্ভব, তা নিয়ে প্রশ্ন যুবকদের।