অবতক খবর,১৫ মে: ভাটপাড়া কো-অপারেটিভ কেলেঙ্কারিতে অনেক আগেই নাম জড়িয়েছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ও তার আত্মীয়দের। কিন্তু ইদানিং পুলিশের তরফে অভিযোগ উঠছিল ওই কেসের তদন্তে সহযোগিতা করছেন না অর্জুন সিং ও তার আত্মীয়রা। আর সে কারণেই গতকাল সন্ধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি অজয় ঠাকুরের নেতৃত্বে একদল পুলিশ অফিসার অর্জুন সিং এর আত্মীয়দের বিরুদ্ধে নোটিশ দিতে তাঁর নিজ বাসভবনে আসে। ঠিকই সময় অর্জুন সিং ও তার সহযোগীরা সেখানে আসেন এবং তাদের বাধা দেন। অর্জুন সিং বলেন যে, তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করছেন। আর সেই কারণেই তাকে হেনস্থা করার জন্য রাজ্য সরকারের নির্দেশে অজয় ঠাকুর তাঁর বাড়িতে এসেছেন তার আত্মীয়দের বিরুদ্ধে নোটিশ দিতে। আর এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। ঠিক সেই সময় পুলিশের তরফে জানানো হয় যে অর্জুন সিং লকডাউন অমান্য করেছেন। এরপরই পুলিশ লকডাউন ভাঙার অপরাধে অর্জুন সিং-এর বিরুদ্ধে ভাটপাড়া থানায় মামলা রুজু করে।