অবতক খবর,১৬ মে:আজ কাঁপা মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক নির্মীয়মান দোকানকে নিয়ে গন্ডগোল শুরু হয়। এই নিয়ে আজ সকাল ১০টা নাগাদ স্থানীয় অধিবাসীরা কাঁপা মোড়ে রাস্তা অবরোধ করে। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা এই অবরোধের কারণ হিসেবে বলেন, ‘কাঁপা অঞ্চলে অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি পানশালা রমরমিয়ে চলছে এবং আরো একটি নির্মিত হচ্ছে অর্থাৎ খুলতে চলেছে। কিন্তু আমরা এই অঞ্চলে আর কোন পানশালা খুলতে দেব না।’ অন্যদিকে ওই নির্মীয়মান দোকানের মালিকপক্ষ জানান,’এই যে দোকানটি নির্মিত হচ্ছে তা কোন পানশালা নয় বরং এটি একটি বাইকের শোরুম খুলতে চলেছে।’ কিন্তু সেই কথা শুনতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তারা উত্তেজিত হয়ে ওই নির্মীয়মান দোকানে ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। পুলিশ এসে সেখানে তাদের বোঝানোর চেষ্টা করেন যে, এই সমস্ত গন্ডগোল করে কোন লাভ নেই। তাদের একান্তই যদি কোন অভিযোগ থাকে তবে সেটা থানায় লিখিত ভাবে দেওয়া উচিত। এদিকে আজকে এই প্রধান সড়ক অবরোধের ফলে ভোগান্তির শিকার হয়েছেন প্রচুর মানুষ। এই লকডাউনে যারা জরুরী পরিষেবা দিচ্ছেন তাদের অনেকটাই ভোগান্তির শিকার হতে হয়েছে।