অবতক খবর :: শিলিগুড়ি :: ১৬ মে :: মারণ ভাইরাস করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন। লকডাউনের কারণে শিলিগুড়িতে আটকে থাকা অসমের ৩০ জনকে ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো দার্জিলিং জেলা কংগ্রেস। উল্লেখ্য, লকডাউনের জেরে অসমের বেশ কয়েকজন ছাত্রছাত্রী ও অন্যান্য মানুষ শিলিগুড়িতে আটকে পড়ে। দার্জিলিং জেলা কংগ্রেসের তরফে আজ একটি বাসের ব্যবস্থা করে। সেই বাসে করে অসমের উদ্দেশ্যে তাদের পাঠানো হল। এছাড়াও জেলা কংগ্রেসের তরফে বাসে খাবারের ব্যবস্থাও করা হয়।
এদিনের কর্মসূচীতে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার, অখিল ভারতীয় কংগ্রেসের সদস্য মোহন শর্মা এবং শিলিগুড়ি বিধানসভা যুব সভাপতি রোহিত তিওয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা সকলে একসাথে শুভেচ্ছাবার্তা দিয়ে সকলকে বাড়ীর উদ্দেশ্যে রওনা করান।