নিজস্ব সংবাদদাতা :: শিলিগুড়ি :: ১৬মে :: লকডাউন আজ ৫২ দিনে পড়লো।এই সংকটজনিত অবস্থায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ রেশন বাবস্থ্যার উপর নির্ভর।কিন্তু রেশন নিয়ে একের পর এক জালিয়াতি।
শনিবার ২নং ওয়ার্ডে গুরুংবস্তি এলাকায় গ্রাহক প্রাপ্য রেশনের দাবি করলে রেশন ডিলারের ছেলে গায়ে হাত তুলে বলে অভিযোগ করে ওই ব্যক্তি।গ্রাহক বাপী দে জানান,তাদের পরিবারের ৫টি কার্ডের মধ্যে ২টি কার্ড দিয়েছে। এবং তাদের প্রতিটি কার্ডে মাথা পিছু ৭কেজি চালের পরিবর্তে ৫কেজি চাল দেওয়ায় গ্রাহক ডিলারকে বলতেই ডিলারের বড় ছেলে অমিত ওনার গায়ে হাত তুলে। এই অভিযোগের বিরুদ্ধে ডিলার বিমত মতামত দেয়।