অবতক খবর, ,হক জাফর ইমাম, মালদা :: মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে ইংলিশ বাজার ব্লক এর অমৃত কলোনি প্রাথমিক বিদ্যালয় এক ত্রান শিবির অনুষ্ঠিত হলো। ইংলিশ বাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকার দুঃস্থ মানুষদের হাতে শুকনো খাবার, ফল ও দুধ ইত্যাদি তুলে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো,জেলা পুলিশের পক্ষে ডি এস পি ডি ই বি শ্রীমন্ত সাহা। ।

এই ব্যাপারে জেলার বিশিষ্ট শিল্পপতি উজ্জ্বল সাহা জানান জেলার শিল্পপতি বন্ধুদের উদ্যোগে এদিন আমদের পঞ্চম ত্রান শিবির অনুষ্ঠিত হল। আমরা লক্ষ্মীপুর এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে করোনা মোকাবিলায় ইমিউনিটি বাড়াবার জন্য ফল শুকনো খাবার দুধ ইত্যাদি তুলে দিলাম। আগামীতে আমদের আরও কিছু প্রত্যন্ত গ্রামে এই শিবির করার ইচ্ছা আছে, অনুষ্ঠানে উপস্থিত সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জেলার ব্যাবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।