অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার দিঘির পারে স্বেচ্ছাসেবী সংস্থা সিনি ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় দেড়শো জন মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। লকডাউন চলাকালীন সমস্যার মধ্যে পড়েছেন অনেকেই কর্মহীন অবস্থায় বাড়িতে অনেকেই বসে আছেন, অর্থ উপার্জন বন্ধ, তাই সেই সমস্ত মানুষদের হাতে মুড়ি, চা, বিস্কুট, সোয়াবিন, চিনি, তেল, ছাতু ইত্যাদি তুলে দেওয়া হল।
উপস্থিত ছিলেন বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আরিত মজুমদার জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মত বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিনী জয়ন্ত চৌধুরী বললেন এখনো পর্যন্ত মুর্শিদাবাদে প্রায় সাড়ে চার হাজার মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে ,আগামী দিনে আরও পাঁচ হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী তারা পৌঁছে দেবে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নবনীতা মজুমদার, অমিত আচার্য, অজয় আচার্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।