নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর ::২৫শে,নভেম্বর :: উত্তর দিনাজপুর :- রাত পোহালেই শুরু হবে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহন পর্ব। চুড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করতে রবিবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে বসা ডিসিআরসি থেকে ভোটকর্মীরা ভোটগ্রহন সামগ্রী নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন।
কালিয়াগঞ্জ বিধানসভার ২৭০ টি বুথে মোট ১৫৭৮ জন ভোটকর্মী ভোট নেবেন। কালিয়াগঞ্জ বিধানসভার মোট ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন ভোটার আগামীকাল নিজেদের ভোটদানের মাধ্যমে ৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করবেন।তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ৯১৭ জন,মহিলা ভোটার ১লক্ষ ২৯ হাজার ৭৪৪ জন,তৃতীয় লিঙ্গ ৮ জন।
উল্লেখ্য কালিয়াগঞ্জ কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের অকাল প্রয়ানে এই আসনে উপনির্বাচন হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রামথ নাথ রায় ভোট পেয়েছিলেন ১লক্ষ ১২ হাজার ৮৬৮ জন ( ৫২.৫৮ শতাংশ), তৃনমূলের বসন্ত রায় ৬৬ হাজার ২৬৬ জন( ৩০.৮৭ শতাংশ), বিজেপির রুপক রায় ২৭ হাজার ২৫২ জন (১২.৭ শতাংশ)। কংগ্রেসের প্রমথ নাথ রায় ৪৬ হাজার ৬০২ ভোটে জয়ী হয়েছে |
এবারের নির্বাচন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ দিয়ে হতে চলেছে। বাংলাদেশ সীমান্তা কালিয়াগঞ্জ বিধানসভা থাকায় বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ্য থেকে।এবারে উপনির্বাচনে ৬ জন প্রার্থী হলেও ভোটের লড়ায় তিন জনের মধ্যে। বিজেপি থেকে দাড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সদস্য কমল সরকার,তৃনমূলের টিকিটে দাড়িয়েছে কালিয়াগঞ্জ পঞ্চায়ের সমিতির সহকারি সভাপতি তপন দেবসিংহ ।
কংগ্রেসের টিকিটে দাড়িয়েছে প্রয়াত কংগ্রেসের বিধায়ক প্রমথ নাথ রায়ের মেয়ে স্কুল শিক্ষিকা ধীতশ্রী রায়। গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা থেকে প্রায় ৫৭ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিল বিজেপি। এখোন দেখার বিষয় কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ২৮ তারিখে কোন রাজনৈতিক দলের মূখে হাসি ফোটে।