অবতক খবর :: রাণাঘাট ::২৬ মে ::   করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে লকডাউন, বন্ধ সকল প্রকার জমায়েত ও অনুষ্ঠান। তা বলে মহাপুরুষ স্মরণিকা থেমে থাকে কেন!  এবার তাই সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনে ফেসবুক লাইভের মাধ্যমে নজরুল জয়ন্তী পালন করল নদিয়া জেলা এবিভিপি।

জেলারই রাণাঘাটের নপাড়াতে আয়োজিত এদিনের অনুষ্ঠান ছিল নজরুল আলোচনা ও নজরুল গীতি। নজরুল ইসলাম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তরে আলোচনা রাখেন বিশিষ্ট কবি বিশ্বজিৎ খাঁ। তাঁর কথায় উঠে আসে নজরুলের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং স্বাতন্ত্র্য। নজরুল গীতি পরিবেশনে ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মৌসুমি হাজরা।

আলোচনা শেষে মানুষকে করোনা সম্পর্কিত সচেতনতার বার্তাও দেওয়া হয় এবিভিপির পক্ষ থেকে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপি নদিয়া জেলা সংযোজক অভিজিৎ বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক সঙ্গীতা বিশ্বাস।