নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::   সামাজিক দূরত্ব বজায় রেখে আজ বাঁকুড়া জেলা ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগ্যে কাউন্সিলর অনন্যা চক্রবর্তীর অফিসের সামনে বাঁকুড়া জেলা সমস্ত অটো পরিবহন সঙ্গে যুক্ত মানুষের হাতে তুলে দেয়া হলো ত্রাণ সামগ্রী।

১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও। ৭০ দিনের লকডাউন এক জেরে সর্বস্বান্ত হয়ে পড়েছেন পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত বাঁকুড়া জেলায় প্রায় শতাধিক অটোচালক। অটো নিয়ে বেরোনো তো দূরস্ত বাড়ির বাইরে বের হতে পারেননি কেউই। কেউ কেউ পুলিশের লাগাম ছাড়িয়ে বেরোতে পারলেও সবারই না হওয়ায় গৃহবন্দী হয়ে পড়েন। তাদের পক্ষে সংসার চালানোই কষ্টের হয়ে দাঁড়িয়েছিলো। তারউপরে ব্যাংকের দেনা, ইএমআই, ইন্সুরেন্সের টাকা সহ বিভিন্ন ধরনের সামগ্রী জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছিলো।

সেই সব সর্বশান্ত অটোচালকদের হাতে আলু, পেঁয়াজ,তেল, নুন, সোয়াবিন মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। পুরো সমস্যা না মিটলেও খাদ্য সামগ্রী পেয়ে কিছুটা হলেও সংসারে সাহায্য হবে এমনটাই দাবি অটোচালকদের। এই অটোচালক পরিবারের মুখে কিছুটা হলেও কয়েকদিনের হলেও খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরে খুশি কাউন্সিলারও।