অবতাক খবর ,সংবাদদাতা :: এবার ও রাজ্য কমিটিতে চান্স পেলেন না বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায়। তবে মুকুল পন্থীদের বেশ ভালই গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্য কমিটিতে। বঙ্গ বিজেপির রাজ্য কমিটির তালিকা প্রকাশ করলেন সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনের পর থেকে নতুন রাজ্য কমিটি নিয়ে মামলা পেন্ডিং পড়েছিল দীর্ঘদিন ধরে। অবশেষে এই কাজ সম্পূর্ণ করে 2021 শের নির্বাচন প্রস্তুতি শুরু করে দিল বিজেপি।
বিজেপির এই রাজ্য কমিটিতে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে পুরনো কর্মীদের, তেমনি সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নবাগতদেরও। সোজা কথায় বলতে গেলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রভাবকে কিছুটা ছেঁটে মুকুল পন্থীদের সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে।
মুকুল রায় হাত ধরে চাঁদা বিজেপিতে এসেছিলেন তারা দিলীপ ঘোষের দাপুটে দল এসে কোণঠাসা হয়ে পড়েছিলেন কিন্তু এবার যে রাজ্যে কমিটি তৈরি হয়েছে তাতে মুকুল রায়ের সহকর্মীদের বেশ ভালো দায়িত্ব দেওয়া হয়েছে যেমন মুকুল রায় তৃণমূল করে বিজেপিতে যোগদান করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ-যুব সংগঠনের নতুন মুখ করা হয়েছে এই পদে ছিলেন সরকার রাজ্য কোন জায়গা করে উঠতে পারেননি।
এছাড়া রাজ্য কোর কমিটির নতুন করে নেওয়া হয়েছে সল্টলেকের দাপুটে তৃণমূল নেতা বিধায়ক এবং সব্যসাচী দত্ত কে । তিনি মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু তাকে একঘরে করে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষের দাপটে তিনি আর নড়াচড়া করতে পারছিলেন না তেমন ভাবে কাজ করতে পারছিলেন না কিন্তু এই নতুন রাজ্য কমিটিতে সব্যসাচী দত্ত কে দলের সম্পাদক করা হয়েছে।
পশ্চিমবঙ্গে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল দলে যোগদান করার পর থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল কিন্তু তিনি শেষ পর্যন্ত দলের টিকিট পাননি তাই প্রার্থী হতে পারেননি অবশেষে আজ তাকে গুরুদায়িত্ব দিলো দল। তাকে মহিলা মোর্চা সভানেত্রী করা হয়েছে। আগে এই পদে ছিলেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবার লকেট চট্টোপাধ্যায়কে আরো বড় দায়িত্ব দিয়ে সাধারণ সম্পাদক করেছে দল। রাজনৈতিক মহলের ধারণা লকেট চট্টোপাধ্যায় কে রাজ্য সাধারণ সম্পাদক পদে আনাতে সায়ন্তন বসুর প্রভাব অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
শুধু লকেট নয় এবার নতুন মুখ হিসেবে রাজ্য কমিটিতে জায়গা করে নিয়েছেন অর্জুন সিংহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং ও সমস্ত সংগঠনকে কেড়ে নিয়ে তিনি সমস্ত সরকারি বাধা নিষেধাজ্ঞাকে টক্কর দিয়ে অবশেষে সাংসদ হতে পেরেছেন ।শুধু তাই নয় তিনি মমতাকে নাজেহাল করে রেখেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে। তাই দল তাকে যোগ্য মর্যাদা দিয়েছে। অর্জুন সিংহ কে সহ-সভাপতি করেছে বিজেপি। এছাড়াও সহ-সভাপতি পদে আনা হয়েছে ভারতী ঘোষ ও মাফুজা খাতুন কে।