অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়ির বিধান মার্কেটের একটি লজকে কোয়ারেনটাইন করা নিয়ে উত্তেজনা ছড়ালো আজ সকালে। আজ সকালে দিল্লী থেকে এক পরিবার শিলিগুড়ি এসে পৌছলে তাকে তার ওয়ার্ডের লোকেরা বিধান মার্কেটের ওই লজে নিয়ে যান।কিন্তুু লজের অন্য আবাসিকরা তাকে ঢুকতে বাধা দিলে উত্তেজনা ছড়ায়। ওই আবাসিকদের দাবী ওই পরিবার যেহেতু দিল্লী থেকে এসেছেন সেহেতু তাকে রাখা যাবে না। পরে স্থানীয় কাউন্সিলার এসে ব্যাপারটির মধ্যেস্থতা করেন।

কাউন্সিলার জানান ওই আবাসিকদের ভয় ওই পরিবার যেহেতু দিল্লী থেকে এসেছেন তাদের মধ্যে সংক্রমধ ছড়ানোর সম্ভাবনা থেকে যাবে। পরে কাউন্সিলার তাদের বোঝান তিনি তাদের সমস্ত পরিক্ষা করে তবেই এখানে নিয়ে এসেছেন।

অন্য আবাসিকরা জানান তাদের সামনে আরেকবার পরিক্ষা করাতে হবে। ওই পরিবার রাজী হলে ঝামেলা মেটে।