অবতক খবর :: শিলিগুড়ি ::   জি এন এল এফ প্রেসিডেন্ট মনন ঘিষিং আজ দার্জিলিং এর প্রাইভেট ইষ্কুলগুলোর কাছে অনুরোধ করলেন যাতে তারা ইষ্কুল ফি নিয়ে একটু চিন্তা ভাবনা করে।

আজ ইষ্কুল কমিটিগুলিকে একক চিঠিতে মনন ঘিষিং জানান গত দুমাস ধরে এই লকডাউনের ফলে মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে,কারো চাকরী চলে গেছে,কারো উপার্জন নেই বললেই চলে,আবার কারো কারো ব্যাবসা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে অনেকের পক্ষেই ইষ্কুল ফি দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে,তাই আমার অনুরোধ ইষ্কুল কমিটিগুলো যেন একটু চিন্তা ভাবনা করে ইষ্কুল ফি নেবার ব্যাপারে।

তিনি আরো জানান এই বিষয় তার পক্ষে যা করনীয় তিনি তা করবেন।এই ব্যাপারে তিনি ইষ্কুলগুলির সাথে আলোচনা করতেও রাজী বলে জানান।