অবতক খবর :: শিলিগুড়ি ::    করোনা পরিস্থিতিতে ঘাটতি বাড়ছে রক্তের। প্রয়োজন প্রচুর রক্তের। তাই আজ রক্তের চাহিদা মেটাতে টাউন ২ তৃনমুল কংগ্রেস এবং শিলিগুড়ি বানিজ্য মহাবিদ্যালয়ের উদ্যেগে এক রক্তদান শিবিড় অনুষ্ঠিত হল।

এই রক্তদান শিবিড়ে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃনমুল সভাপতি রঞ্জন সরকার। মোট নববই জন রক্তদাতা রক্তদান করেন।