উৎপল রায় :: অবতক খবর :: জলপাইগুড়ি :: করোনা পরিস্থিতিতে রেহাই পেতে সাপ্তাহিক হাটের সময় বদল। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও রবিবার হাট বসে। গ্রামীণ পার্শ্ববর্তী এলাকার মানুষ এই হাটে আসেন সে কারণেই ময়নাগুড়ি ব্লকের রথেরহাটের হাটের সময় বদল করেন স্থানীয় ব্যবসায়ী সমিতি।
এদিনই সাপ্তাহিক হাটের সময় সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত সময় নির্ধারিত করে। এর পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের মুখে থাকবে মাক্স ও স্যানিটাইজার। যেসব ক্রেতার মুখে মাক্স থাকবে না তাদের খাদ্য বস্তু কিনতে পারবেন না বলে জানান। এবং বাকি দিনের মতই সমস্ত রকম দোকান খোলা থাকবে। ব্যবসায়ী সমিতির বৈঠকে তারা এটাই সিদ্ধান্ত নেয় গত ৩০শে মে সন্ধ্যায় তারা মাইক প্রচার করেন।
ব্যবসায়ী সমিতির সদস্য অনিমেষ রায় জানান, আমরা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সকাল বেলায় হাটের ব্যবস্থা করি।