রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    দীর্ঘদিন গঙ্গা থেকে পলিমাটি না তোলার কারণে ব্যাহত হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি সার্ভিস। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির আধিকারিকরা জানিয়েছেন তারা কলকাতা পোর্ট ট্রাস্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এর কাছে পলিমাটি তোলার আবেদন করলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সমস্যা দিন দিন বাড়ছে।

অফিস টাইমে হাওড়া থেকে প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী কলকাতায় যান লঞ্চে চেপে। এই যাত্রা কিছুটা আরামদায়কও বটে। কিন্তু ইদানিং হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট এবং কলকাতার চাঁদপাল ঘাট এবং আর্মেনিয়ান ঘাটের জেটির পাশে পলি জমে যাওয়ার কারণে লঞ্চের নোংর করতে সমস্যা হচ্ছে। বিশেষত নদীতে ভাটার সময় জলস্তর নেমে গেলে সমস্যা আরও বাড়ছে। বাধ্য হয়ে লঞ্চের পাইলট লঞ্চকে ঘুরিয়ে এনে জেটিতে নোঙর করছে। এতে অনেকটা বেশি সময় লাগছে।

হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির প্রশাসক জানিয়েছেন দ্বিতীয় হুগলি সেতুর নিচে নদীতে বোল্ডার থাকায় জলপ্রবাহ বাধা পায়। এর ফলে পলি মাটি জমেছে রামকৃষ্ণপুর ঘাট ও শিবপুর ঘাটে। সম্প্রতি বানের সময় ঢেউয়ের ধাক্কায় ভেঙে গেছে জেঠির পল্টুন ও গ্যাংওয়ে। ওই একইভাবে বাউরিয়া জেটির পল্টন ভেঙে যায় নদীতে একই কারণে।

আধিকারিকরা জানিয়েছেন পলি জমার কারণে জেটির ক্ষতি বেড়ে গেছে। এছাড়াও ভেসেল ঘাটে নোংগর করার সময় প্রপেলার পলিমাটি স্তরে ধাক্কা খাচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে ভেসেলের। এর থেকে যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ওই সমিতির পক্ষ থেকে কলকাতা পোর্ট ট্রাস্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে আবেদন করা হলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি। তা নিয়ে উদ্বেগে আছেন এখানকার আধিকারিকরা। এখন দেখার কলকাতা পোর্ট ট্রাস্ট কি ব্যবস্থা নেয়।