অবতক খবর,৬ জুন :: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লোকসভা কেন্দ্র অধ্যুষিত অঞ্চলে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের পাল্টা দাপটে লড়াই চলছে । রাজনৈতিক যে অবস্থা তার গুরুত্ব বুঝে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল দল এখনই নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে উপযুক্ত ব্যক্তিদের আনতে চাইছে। তৃণমূল দল রাজনৈতিক দল হিসেবে উপলব্ধি করতে পেরেছে যে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নিশ্চিতভাবে বিরোধী শক্তি হিসেবে উঠে আসা বিজেপির সঙ্গে।
তাই এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে নান্টু ঘোষ অর্থাৎ নির্মল ঘোষকে সরিয়ে সেইখানে তৃনমূলের নতুন দায়িত্ব পদে আনা হল প্রাক্তন ব্যারাকপুর লোকসভা সাংসদ দীনেশ ত্রিবেদীকে।
দীনেশ ত্রিবেদী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ। এই কেন্দ্রে দীনেশ ত্রিবেদীর একটা উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে। তৃণমূল দল বর্তমান পর্যায়ে বিজেপির উপযুক্ত প্রতিপক্ষ নেতৃত্ব খুঁজে পাচ্ছিলেন না। এই মুহূর্তে তারা উপযুক্ত এবং দলীয় সর্বজন গ্রাহ্য নেতা হিসেবে দীনেশ ত্রিবেদীকে মনে করছেন।ফলে ব্যারাকপুর লোকসভা অঞ্চলের নতুন দায়িত্ব হিসেবে তাঁকে নতুন মনোনয়ন দেওয়া হয়েছে।