অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া ::   করোনা ভাইরাস নিয়ে যেখানে বিশ্বজুড়ে মহামারী চলছে সেখানে পরিবেশ দূষণ রক্ষা করতে নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের কমিটির কার্যকারী সভাপতি শুভঙ্কর মুখার্জি (পিটার) এর নেতৃত্বে শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো।

বিশ্ব পরিবেশ দিবস কর্মসূচি পরিপেক্ষিতে শুভঙ্কর মুখার্জি বলেন আমফান ঝড়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছের সেখানে আজ বিশ্ব পরিবেশ দিবসের দিন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।

পিটার মুখার্জি এও বলেন পরিবেশ দূষণের সাথে সাথে যেভাবে গাছ ধ্বংস হয়ে গেছে বাংলা কে সাজিয়ে তুলতে গেলে তার একমাত্র পথ প্রচুর বৃক্ষরোপণ সেই কারণে ও আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন সরকারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করার আর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দলনেত্রী অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশেই এই কর্মসূচিতে শামিল হয়েছি আমরা এবং আমাদের দলের কর্মীরা। আগামী দিনেও এভাবে গাছ লাগিয়ে আমরা কর্মসূচি পালন করবো।

সকাল বেলা থেকে শান্তিপুর ব্লকের এলাকায় পিটার মুখার্জির এই বৃক্ষরোপণ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।