অবতক খবর :: শিলিগুড়ি :: ৭ জুন ::    প্রতিদিনিই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমন, বাড়ছে চিন্তা। কিন্তু সাধারণ মানুষ বহাল তবিয়তে। যাবতীয় কড়াকড়িকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমজনতা ফিরে গেছে তাদের চেনা মেজাজে। সমগ্র রাজ্য সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে খুলে গেছে চায়ের দোকান, বিক্রি হচ্ছে চা। সামান্য অসাবধানতার বশেই যেখান থেকে হতে পারে সংক্রমণ।

ছোঁয়া লাগলেই যেখানে মৃত্যু সেখানে দুমাস পরই মানুষ আবার পুরানো অভ্যাসে ফিরে গেছেন। শিলিগুড়ির সব জায়গাতেই প্রায় একই ছবি। কোথাও গা ঘেঁষাঘেষি করে জটলা, কোথাও চা খাওয়ার গোল মিটিং- এমনই আপাতত ছবি শিলিগুড়ির; যেন কিছুই হয় নি। আর এমন গয়ংগচ্ছ মনোভাবেই আসতে পারে ভয়ংকর অবস্থা। স্থানীয় সূত্র অনুযায়ী শিলিগুড়ির বেশ কিছু এলাকাতে অবৈধভাবে বসছে দোকান আর খুলে যাচ্ছে সবকিছুই। একাংশ অবশ্য ভীত, যারা প্রশাসনের ভরসাতেই দিন গুনছেন।