রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: আজ দুপুর নাগাদ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান ওই কারখানার কর্মীরা। দীর্ঘদিন বেতনহীন থাকার পরও তাদের প্রাপ্য মজুরি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কারখানার কর্মীরা। প্রতিবাদের পাশাপাশি তাদের বেতন অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন কর্মীরা।
ওই শীপ বিল্ডার্স কারখানার কর্মী শেখ সফির কথায়, চলতি মাসের এক তারিখ থেকে কারখানা চালু হলেও প্রাপ্য অনুযায়ী কিছুই দেওয়া হয়নি। আমি দীর্ঘ ১১ বছর এখানেই কাজ করি। বেতন পাই ২৯০ টাকা রোজ হিসাবে। সেই টাকাও এখনও পুরোটা পাইনি।
অন্য আরও এক কর্মীর কথায়, আমরা বাধ্য হয়েই কাজ বন্ধ করেছি আজ। লক ডাউনে আমাদের অর্ধেক মাইনে দেওয়ার কথা থাকলেও দেয়নি মালিক পক্ষ। এরপর কারখানা চালু হলে তিন ভাগের একভাগ মাত্র টাকা দেওয়া হয় আমাদের। এই অর্থে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে তাই বাধ্য হয়েই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আমাদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হলেই আমরা ফের কাজ চালু করতে রাজি আছি। বেতন না পেয়ে আমাদের পরিবার পরিজনেরা রীতিমত অনাহারে রয়েছেন।
তবে শ্রমিকরা বিক্ষোভ দেখালেও কবে ফেরে সমস্ত সমস্যা মিটিয়ে কারখানা চালু হবে তা উত্তর মেলেনি।