রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: লকডাউন রাজ্যে শিথিল হয়ে এখন চলছে আনলক-১। তবু কোনটাইন্টমেন্ট জোন গুলোতে বিভিন্ন বিষয় এখনো কিন্তু সর্তকতা অবলম্বন করতে নির্দেশ জারি করে রাজ্য সরকার। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাসে ট্রামে গাদাগাদি করে যাওয়া যাবে না এবং তার পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও গ্যাদারিং করা যাবে না এই মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। রাস্তায় সেভাবে দেখা যাচ্ছেনা যাত্রীবাহী বাস। কিন্তু এ রাজ্যের বজ বজ থেকে বিহার এর উদ্দেশ্যে রওনা দিল একটি পরিযায়ী শ্রমিকদের বাস। কলকাতা হয়ে সেই বাসটি যখন হাওড়া সাঁতরাগাছি খেজুরতলা কাছে এসে দাঁড়ায় তখন দেখা গেল বাসটিতে ৬০ থেকে ৭০ জন যাত্রী। পশুর ন্যায় গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে এই বাসটি বিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সে নিয়ে উঠেছে প্রশ্ন। পুরো বিষয়টি নজরে আসে সংবাদমাধ্যমের।
এরপরে স্থানীয় প্রশাসনকে জানালেও বিভিন্ন অছিলায় তারা বিষয়টি এড়িয়ে যান প্রশাসন। প্রশ্নচিহ্ন উঠছে রাজ্য সরকারের নির্দেশিকাকে কি করে অগ্রাহ্য করছে জেলা প্রশাসন। তাহলে কি রাজ্য সরকারের নির্দেশিকা মানছেন না স্থানীয় প্রশাসন, এমনই প্রশ্ন চিহ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।