অবতক খবর :: উত্তর দিনাজপুর :: পরিযায়ী শ্রমিকরা বাড়ি যাবার আগেই তাদের লালারস পরীক্ষার ব্যবস্থা করা হোক এবং যে সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যেই করোনা পজিটিভ রয়েছে সে সমস্ত গ্রামগুলিতে স্যানিটাইজড করার ব্যবস্থা করা হোক। সংশ্লিষ্ট দাবিসহ সাত দফা দাবিতে মঙ্গলবার ইসলামপুরের মহকুমা শাসককে স্মারকলিপি দিলেন ইন্ডিয়ান ডেমোক্রেটিক পিপলস পার্টির সদস্যরা।
সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডাঃ তবিবুর রহমান জানান, উল্লেখিত দাবি ছাড়াও স্মারক পত্রে তারা জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের সরাসরি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবার ব্যবস্থা করা হোক এবং পাশাপাশি যে সমস্ত শ্রমিকরা বাড়ি ফেরার পর কর্মহীন হয়ে পড়েছে তাদের চিহ্নিত করে জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পর অন্তর্গত একশ দিনের কাজ দেওয়া হোক। এছাড়াও সমস্ত শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করা হোক। সংশ্লিষ্ট দাবিগুলো পূরণ না হলে তারা এই বিষয়টিকে সামনে রেখেই ফের আন্দোলনমুখী হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।