উৎপল রায় :: অবতক খবর :: ময়নাগুড়ি :: উত্তরবঙ্গে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না চিকিৎসার ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরাও। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের স্বাস্থ্য কর্মী ও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াতেই ময়নাগুড়ি হাসপাতালে গিয়ে তাদের ভালো-মন্দ খোঁজখবর নিয়ে পাশে থাকার বার্তা দিলেন রাজবংশী যুব মঞ্চ।
উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা আদালতের এডভোকেট রণজিৎ রায়, উত্তরদিনাজপুর বিএড কলেজের মালিক ত্রিদিব সিংহ, সামাজিক জাগরণ মঞ্চের সদস্য রনজিৎ রায় , শুভ রায়, ভূষন রায় সহ রাজবংশী যুব মঞ্চের অন্যান্য সদস্যরা। স্বাস্থ্যকর্মী, ডাক্তার পুলিশ কর্মী এবং সাংবাদিকরা যেভাবে করোনার সঙ্গে মোকাবিলা করছে তাদের পাশে থাকার জন্য বাসিন্দাদের কাছে তারা অনুরোধ করেন।
রাজবংশী যুব মঞ্চের দাবি, করোনা মোকাবিলায় গরীব দুঃস্থদের ত্রান বিতরণ থেকে শুরু করে প্রতিটি এলাকায় যাতে আতঙ্ক না ছড়ায় সে দিকে নজর রাখছেন যুবমঞ্চের সদস্যরা। এছাড়াও, ভিন রাজ্য ফেরত শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে রেখে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার সচেতনতামূলক প্রচার চালাচ্ছে যুবমঞ্জের সদস্যরা।