শিলিগুড়ি :: অবতক খবর :: ৯ জুন ::   করোনা নিয়ে সাধারন মানুষের মধ্যে থেকে বিভ্রান্তি দূর করতে এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, শিলিগুড়ির অবস্থা স্থিতিশীল। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সাবধানে থাকতে হবে সকলকে।

মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে পুরনিগমে প্রশাসক মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।মহকুমাশাসক,পুলিশ, দমকল,স্বাস্থ্য সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।বৈঠকে উঠে আসে বিভিন্ন সমস্যার কথা।বিশেষ করে করোনা নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তা কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।অন্যদিকে বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছে সেগুলি নিয়েও আলোচনা করা হয়।

প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য জানান, পরিযায়ী শ্রমিক বা বহিরাগতদের নিয়ে শহরে নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে।এই বিভ্রান্তি দুর করতে সোশ্যাল মিডিয়াকে ব্যাবহার করবে পুরনিগম।কোন অভিযোগ থাকলে সরাসরি তার মাধ্যমে জানাতে পারবে শহরবাসী।এছাড়াও শহরকে করোনা মুক্ত করতে এবার ওয়ার্ড কমিটির সাথে সাথে স্থানীয় সমাজসেবী সংস্থাগুলিকে যুক্ত করা হবে।তিনি আশাবাদী, করোনা যুদ্ধে শহরের মানুষকে সামিল করে শিলিগুড়ি খুব দ্রুত করোনা মুক্ত শহর গড়ে উঠবে