অবতক খবর :: দক্ষিণ দিনাজপুর ::   বুধবার অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের প্রথম প্রশাসনিক বৈঠক। বৈঠক শেষে শহরের একাধিক উন্নয়নের কথা জানালেন প্রশাসক বোর্ডের সদস্য তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ।

বুধবার এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর পৌরসভার নিজস্ব সভাগৃহে। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌর প্রশাসক অমলেন্দু সরকার,সাংসদ অর্পিতা ঘোষ,বিধায়ক গৌতম দাস,প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পণ্ডিত ও অশোক বর্ধন। এদিনের এই বৈঠক শেষে গঙ্গারামপুর পৌর এলাকার একাদিক উন্নয়ন মূলক কাজের কথা জানালেন সাংসদ অর্পিতা ঘোষ। সেই সঙ্গে গঙ্গারামপুর পৌর এলাকার প্রতিটি মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথাও জানান সাংসদ অর্পিতা ঘোষ।

২০২১ সালের বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে দলকে শক্তিশালী ও মজবুত করতে একাদিক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা তৃণমূল কংগ্রেস। সেই মতো গঙ্গারামপুর পৌর এলাকার মানুষদের ভালো পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে বর্তমান পৌরবোর্ড। প্রসঙ্গত গত কয়েকদিন আগে তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার বোর্ডের  মেয়াদ শেষ হয়েছে। এরপরেই পৌরসভায় বসানো হয়েছে প্রশাসক। প্রশাসক হিসেবে দায়িত্বভার পেয়েছে প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার,এছাড়াও পৌর বোর্ডের সদস্য হিসেবে রয়েছে সাংসদ অর্পিতা ঘোষ,বিধায়ক গৌতম দাস,প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত ও কাউন্সিলর অশোক বর্ধন। বুধবার এই ৫জন পৌর বোর্ডের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্পিতা ঘোষ।