অবতক খবর,১২ জুন: বাবলু রক্ষিত বীজপুরের একটি উল্লেখযোগ্য নাম। ১৬ বছর আগে ১২ই জুন ২০০৪ সালে তিনি প্রয়াত হন। তাঁর জনপ্রিয়তা যে কিংবদন্তি ছিল তা একটি ঘটনার মধ্য দিয়ে বোঝা যায়। কারণ ১২ জুন ত তাঁর দেহটি ক্লাব ঘরে রেখে দেওয়া হয় সুরক্ষিত অবস্থায়। কারণ বিভিন্ন অঞ্চলের মানুষেরা অনুরোধ করতে থাকেন যে তারা তাঁর শবযাত্রা মিছিলে যোগ দিতে ইচ্ছুক। পরদিন ১৩ জুন সন্ধ্যাবেলা এক রেকর্ড মিছিল নিয়ে শোকযাত্রা পরিচালিত হয় প্রবাহ ক্লাব ময়দান থেকে অর্থাৎ ঈদগাহ ময়দান থেকে। এটি কাঁচরাপাড়ায় একটি ইতিহাস হয়ে থাকবে।
৫৯ বছর বয়সে তিনি মারা যান। এই কারণে ৫৯টি রক্ত লাঞ্ছিত পতাকা তাঁর শববাহী গাড়ির সামনে নত অবস্থায় নিয়ে ক্লাব সদস্যরা হেঁটে যান।
তিনি সিপিএম পার্টির সদস্য ছিলেন একথা সত্য। কিন্তু রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি সমাজকল্যাণে ব্রতী হয়েছিলেন। এই যে আজ করোনা মহামারী বা আমফানের যে দুর্যোগ দেখা দিয়েছে,এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে তিনি এই অঞ্চলে একটি অগ্রণী ভূমিকা অনেক আগেই গ্রহণ করেছিলেন। কাঁচরাপাড়া উৎসবের আয়োজন শুধু তাঁর জীবনে নয়,কাঁচরাপাড়ার জনজীবনে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ঘটনা।
তাঁর ১৬তম মৃত্যু বার্ষিকী আজ প্রবাহের পক্ষে পালন করা হয়। বরিষ্ঠ সিপিএম নেতারা, সমাজকর্মীরা তাঁকে শ্রদ্ধা জানান।তাঁর সম্বন্ধে বিভিন্ন কথা, তাঁর কর্মধারা নিয়ে সেখানে আলোচনাও হয়। আর তাঁর এই মৃত্যুদিনটিকে সামনে রেখে শ্রদ্ধা জানানোর জন্য পরবর্তীতে প্রায় ৫০০ মানুষের মধ্যে ত্রাণ বন্টন করা হয়,বলে জানান অন্যতম সদস্য এবং নেতৃত্ব দেবর্ষি সোম।