অবতক খবর :: সুন্দরবন :: ১২ জুন::   লকডাউনের সাথে সাথে বেকায়দায় আম সাধারণ। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি বা সুন্দরবন এলাকার মানুষের অসুবিধা অগাধ। সেই সাথে খাদ্য সংকটও রয়েছে। এবার সেই সব মানুষদেরই পাশে এগিয়ে এল বেসরকারী সংস্থা গ্লোবাল এনভায়রনমেন্টাল মুভমেন্ট।

সংস্থার তরফ থেকে গত ১০ জুন সুন্দরবন এলাকার মইপীঠ, বিনোদপুর অঞ্চলে ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। ত্রাণ শিবির থেকে ১৫০ টি পরিবারকে জামাকাপড় সহ আরও ২৪ টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। শিবিরের উল্লেখযোগ্য বিষয়টি ছিল, ত্রাণ বিতরণের ব্যগটি ছিল বায়োডিগ্রেডেবল অর্থাৎ তা পরিবেশ দূষক নয়। সংস্থার তরফে এক সদস্য জানান, ” এই মুহুর্তে পরিবেশের কথা ভাবাটাও আমাদের একটা অন্যতম কর্তব্য। তাই ত্রাণ বিতরণের পাশাপাশি পরিবেশ ভাবনাও স্থান পেয়েছে।” উল্লেখ্য, বন্যপ্রাণী বিভাগের কর্মীরা এই সংস্থাকে যথাযথ সাহায্য করেছেন।