অবতক খবর :: দার্জিলিং :: ১২ জুন:: আগামী ২, ৬ এবং ৮ জুলাই রাজ্য জুড়ে হতে চলেছে বাকি থাকা উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা। সেইমত দার্জিলিং জেলাতেও জারি হল বিজ্ঞপ্তি। আজ দার্জিলিং জেলা সার্কিট অফিসে জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকেরা বসে এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২,৬ ও ৮ জুলাই হতে চলেছে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা।
যদিও পরীক্ষা কেন্দ্রগুলিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। পুরনো নির্ধারিত সেন্টারগুলিতেই হবে পরীক্ষা। তবে কিছু গাইডলাইন জারি করা হয়েছে। পরীক্ষার আগে স্যানিটাইজ করা হবে পরীক্ষা কেন্দ্রগুলিকে। সামাজিক দূরত্ব বজায় রেখেই হবে পরীক্ষা। অন্যদিকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসতে যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। করোনা সংক্রমণ প্রতিরোধেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই থাকবে চূড়ান্ত ব্যবস্থা বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।