করোনা মহামারী কিভাবে এখন বাজারী পণ্য, শুনুন। কর্পোরেটের কাছে আমরা মুর্গি জবাই।
ডিজাস্টার ক্যাপিটালিজম
তমাল সাহা
এই দেশে মহামারীও পণ্য হয়ে যায়।
নায়ক নায়িকাদের সঙ্গে নিয়ে
পুঁজিপতিরা বাজার নাচায়।
তুমি শালা মানুষ ভোঁদাই
কিছুই কি বুঝবে না ছাই?
কত রকম মাস্ক, কত রঙিন
পোশাকের সঙ্গে ম্যাচিং
এসে গেছে বাজারে।
তুমি কিনছো, ওরা লুঠছে পয়সা
কি মজারে!
কোন স্যানিটাইজারে ধোবে তুমি হাত
বলে দিচ্ছে বিজ্ঞাপনী নায়িকা,
কী সুন্দর তার মুখ!
স্যানিটাইজার হাতে তাকে দেখলেই
সেরে যাবে করোনা অসুখ।
কোন দস্তানায় ঢাকবে হাত
কোনটা করোনা বিরোধী সাবান
বিজ্ঞাপন দেখে করো তুমি রফা।
পণ্য তো কিনলে তুমি,
কার ঘরে গেলো মুনাফা?
কোভিড কিট
কে পাবে বরাত?
যে দেবে যত কাটমানি।
নেপোয় মারে দই
তুমি আমি কোয়ারেন্টিন
নিয়ে নাকানি চোবানি।
কিছু কি বুঝলে? হুম…
একে বলে
ডিজাস্টার ক্যাপিটালিজম।