অবতক খবর :: হুগলী :: আন্তর্জাতিক বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম কমলেও ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েই চলেছে, গত সপ্তাহেও পেট্রোলের দাম বেড়েছে, তাই কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস।
হুগলি জেলার বিভিন্ন জায়গায় বুধবার সকালে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। হিন্দমোটর শ্রীরামপুর বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়।
শ্রীরামপুরের একটি পেট্রোল পাম্পের সামনে বুধবার সকালে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ও স্লোগান দিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃনমুল কর্মীরা।