অবতক খবর :: শিলিগুড়ি ::    একে করোনার গ্রাস তার উপরে সূর্যগ্রহন। শিলিগুড়ি প্রায় জনমানবশূন্য হয়ে পড়ছে। দিনের পর দিন আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে আর লোকজন কমে এসেছে। গতকাল শিলিগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা ছিলো আঠাশ জন।

গোটা উত্তরবঙ্গে আক্রান্ত প্রায় একশো ষাট জনের উপরে। তার উপরে একেবারেই বাজারে লোকজন আসছেন না,বেচা কেনা প্রায় নেই বললেই চলে,শিলিগুড়ির সব বাজারের অবস্থাই প্রায় এক রকম।কি সুভাষপল্লী,কি হায়দার পাড়া কি ক্ষুদিরামপল্লী সব জায়গায় একই অবস্থা। তার উপরে আজ সূর্যগ্রহন একটু নিয়ম করে চলা মানুষকে আজ রাস্তায় পাওয়া যাবে না।

এই দুই এর মিশ্রনে শিলিগুড়ি প্রায় জনমানবশূন্য হয়ে পড়েছে। শিলিগুড়ির হিলকার্ড রোড সেবক রোড প্রায় ফাকা। সবমিলিয়ে শিলিগুড়ি যেন আজ হয়ে পড়েছে এক অপরিচিত শহর।