অবতক খবর,২৩ জুন: কাঁচরাপাড়া এবং সংলগ্ন অঞ্চল জুড়ে ৬টি রথের মেলা অনুষ্ঠিত হয়।

ঝিরঝিরে বৃষ্টি,রথের মেলা এ এক অদ্ভুত আনন্দের উৎসব। তাল পাতার বাঁশি থেকে রান্নার বাসনপত্র,জিলিপি,পাপড়, চিনি কাঠি,কুচো গজা,কুচো নিমকি,গুড় কাঠি তো বটেই কিনে খাওয়া একরকম সুখের ব্যাপার। এ সময়ে গাছওয়ালারা গাছও বিক্রি করে থাকেন। কত কত ছোট ছোট রথ বিক্রি হয় মেলায়।‌করোনার কারণে রথের মেলা নামক বাঙালির লৌকিক উৎসবটিতে ব্যঘাত দেখা দিল।

শ্রমজীবী, মেহনতি মানুষের দিন গুজরানের একটা উপায় ছিল এই রথের মেলা। সাতদিন ধরে এই মেলা সাধারণত বসে। তাদের রুটি-রুজি কেড়ে নিল এই করোনা কাল।

কাঁচরাপাড়া নতুন রথের আবির্ভাব হয়েছিল মান্ধারী বাজারের কাছে। সেটির এবার দ্বিতীয় বর্ষে পদার্পণের কথা ছিল। ‌তা অনুষ্ঠিত হল না। লিচুবাগান,মিলননগর এবং সেই মহারাজা কৃষ্ণচন্দ্রর রাধামাধব মন্দিরের রথ যেটি বিখ্যাত প্রাচীন রথ, সেই উৎসবও এবার ম্লান হয়ে রইল।

জগন্নাথ, জগতের নাথ যিনি,তাঁর দর্শন থেকে কাঁচরাপাড়া তথা হালিশহর, সমগ্র বিজপুরের মানুষ বঞ্চিত হল।