অবতক খবর :: কালিয়াগঞ্জ ::      করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা লক ডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির। ফলে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের চরম সংকট চলছে। এমনিতেই গরমের সময়ে রক্তের সংকট দেখা দিয়ে থাকে। করোনা আবহে এই রক্তের সংকট মেটাতে এগিয়ে এল তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি। তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল সুবিশাল রক্তদান শিবির।

সোমবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নিজস্ব ভবনে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসুন কুমার ধারা, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সোমবার পঞ্চায়েত সমিতির নিজস্ব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে কালিয়াগঞ্জের বেশ কিছু যুবক ও পঞ্চায়েত সমিতির কর্মচারীরা রক্তদান করেন। করোনা আবহে হাসপাতালগুলিতে রক্তের চাহিদা মেটাতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানিয়েছেন, “করোনা আবহের মাঝে জেলাজুড়ে চলছে রক্তের সংকট। বহু মানুষ তাদের মুমুর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজনে তাদের কাছে আসেন।” তাঁর থেকেই জানা গেল, অনেকদিন ধরেই রক্তদান শিবির করার ইচ্ছে ছিল তাদের। লক ডাউন কিছুটা শিথিল হতেই সামাজিক দূরত্ব বিধি মেনে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সোমবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে। প্রায় ৭০ জন মানুষ আজ এই শিবিরে রক্তদান করেছেন যা বহু দুস্থ ও মুমূর্ষু রোগীর উপকারে লাগবে।