নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বাঁকুড়া বিষ্ণুপুরের প্রাচীন মল্ল ভুমে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস , রয়েছে এই ইতিহাসের সাক্ষী হিসেবে প্রাচীন নানান উৎসব। এই উৎসবের মাঝে উল্লেখযোগ্য হলো রথ উৎসব।
ইতিহাস বলে , মল্লরাজারা কৃষ্ণপ্রেমে পাগল হয়ে মল্লগড়ে তৈরি করেছিলেন একের পর এক কৃষ্ণ মন্দির । যে মন্দির গুলিতে চোখ ধাঁধানো টেরাকোটার অপূর্ব নিদর্শন আজও চোখে পড়ে। প্রাচীন মল্লগড়ে মন্দির গুলিতে ইতিহাস আজও কথা বলে। যেমন রয়েছে প্রতিটি মন্দিরের ইতিহাস তেমনি প্রাচীন মল্লগড়ের উৎসবেও রয়েছে ইতিহাসের নানান কথা। এমনি এক প্রাচীন ঐতিহ্যের উৎসব রথ উৎসব।
তবে এ বছর আনন্দ-উচ্ছ্বাসে ভাটা পড়েছে সৌজন্যে নোবেল করোনাভাইরাস । আর সে কারণেই এবছর বড় রথের চাকা গড়ালো না । রীতি মেনে ঘোরানো হলো ছোট রথ । প্রতিবছর বাঁকুড়া বিষ্ণুপুরের রথ উৎসবে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ভিড় করেন এবছর তা আর চোখে পরলো না ।