অবতক খবর :: শিলিগুড়ি ::   শিলিগুড়ির কাছে সেবকের করোনেশন সেতুর নিচে বাঁধের কাজ করতে গিয়ে তিস্তার জলে তলিয়ে গেলেন এক যুবক। গতকাল নিখোঁজ যুবককে খুঁজতে নামানো হয় ডুবরী,কিন্তু তিস্তার জল বেশি থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসনও।

যুবকের নাম বিপুল ওরাও। সেবক করোনেশন সেতুর বাঁধের কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত আচমকা তিস্তার জলে পড়ে যায় সে। গোটা ঘটনা শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য শ্রমিক এবং নিখোঁজ শ্রমিকের পরিবারের মধ্যে। সেবক পুলিশ গতকাল অনেকক্ষণ চেষ্টা চালায়। আজ সকাল থেকে পুনরায় তিস্তার জলে ডুবুরি নামিয়ে নিখোঁজ শ্রমিক বিপুল ওরাও কে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।