অবতক খবর :: শিলিগুড়ি ::    নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা মিড ডে মিল আধিকারিককে ১০ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বিপ্লব ঝাঁ, প্রসেনজিৎ রায় , কৌশিক গোস্বামী ,দেবাশীষ রায় ,যীশু ব্যানার্জি ,অমিত চৌধুরী, প্রসূন কর প্রমূখ ।

শুধু চাল, আলু নয় ছাত্র-ছাত্রীদের জন্য ডিম, সরষের তেল, সাবান ,সোয়াবিন ,মাস্ক ইত্যাদি সরবরাহ করা , ২ কেজির বদলে ৫ কেজি করে চাল ও আলু প্রদান ,মিড ডে মিল রান্নার কাজে যুক্ত রাঁধুনিদের সাম্মানিক বর্তমান সময়ের প্রেক্ষিতে প্রতিমাসেই প্রদান, মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধি , বাজার দর অনুযায়ী স্কুলগুলিকে আলু কেনার অর্থ প্রদান , মিড ডে মিলে ছাত্রদের মাথাপিছু অর্থ ১০ টাকা বরাদ্দ করা , জুলাই মাসে চাল ও আলু বিতরণের পূর্বে ব্লক ও পৌর প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়গুলিকে স্যানিটাইজ করা, পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা, ঝড়ে অথবা হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোকে দ্রুত মেরামত করা, যে সব বিদ্যালয় কোয়রান্টিন সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং যেসব অঞ্চলকে কনটেইনমেন্ট জোন করা হয়েছে সেসব এলাকার ছাত্র ছাত্রীদের জন্য বিকল্প উপায়ে চাল আলু পৌছানোসহ বিভিন্ন দাবি করা হয় স্মারকলিপিতে ।

বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী এবং জুলাই মাসে এই দ্রব্যমূল্য আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে জুলাই মাসে চাল ,আলু বিতরণের সরকারি নির্দেশিকা অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যে আলু কেনা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন শিক্ষক নেতা বিপ্লব ঝাঁ ও প্রসেনজিৎ রায়। জুন মাসের আলু কেনার বকেয়া টাকা বিদ্যালয়গুলিকে অবিলম্বে মিটিয়ে দেবার দাবি করেছেন তারা ।