অবতক খবর :: ইসলামপুর :: নির্দিষ্ট ফর্ম পূরণ করার পনেরো দিন অতিক্রান্ত হলেও পরিযায়ী শ্রমিকদের কোন কাজ দেওয়া হলো না কেন এবং আবেদনকারীদের জন্য কি পদক্ষেপ নেওয়া হলো পাশাপাশি জব কার্ড দিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে সহ প্রায় নয় দফা দাবিতে সরব হয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিল সিপিএম ও কংগ্রেসের আঞ্চলিক জোট।
বৃহস্পতিবার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি একাধিক অভিযোগে সরব হয়ে ওঠেন তারা। তাদের অভিযোগ, জব কার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে মৃত লোকের নামে টাকা তোলা হচ্ছে কিংবা একজনের জব কার্ডে টাকা চলে যাচ্ছ অন্যের একাউন্টে। এ ধরনের ভুরিভুরি অভিযোগে এদিন তারা সরব হয়ে ওঠেন।
ইন্দাস পাড়ার সিপিএম কংগ্রেসের আঞ্চলিক জোটের কনভেনার জিল্লুর রহমান জানান, জেলাশাসকের নির্দেশ অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজ সুনিশ্চিত করার কথা গ্রাম পঞ্চায়েত প্রধানের। সেই অনুযায়ী সাড়ে চার হাজার মানুষ কাজের জন্য আবেদন করলেও প্রধান কোন বিষয়ে পদক্ষেপ নেয়নি। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করা এবং যাদের জব কার্ড নেই তাদের নতুন করে দেওয়ার ব্যবস্থা সহ বিভিন্ন দাবি ছিল তাদের স্মারকলিপিতে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে তারা আন্দোলন জোরদার করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
পঞ্চায়েতের সচিব মহম্মদ সালাউদ্দিন জানান, একজনের জব কার্ড এর টাকা অন্য কারোর একাউন্টে টাকা ঢুকে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে এবং অন্যান্য বিষয়গুলো সেখানে জানানো হচ্ছে।