নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: আনলক ওয়ান চলাকালীন সময়ে গ্রীষ্মকালীন রক্তের ঘাটতি মেটাতে বাঁকুড়ার বিষ্ণুপুর যুব সমাজের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
এবছর সব জায়গাতেই গ্রীষ্মকালীন রক্তের ঘাটতি লক্ষ করা যায়। সেই ঘাটতি পূরণের জন্যই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো বিষ্ণুপুর যুব সমাজ।সামাজিক দুরত্ব বজায় রেখেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। এক ফোঁটা রক্ত কোন মানুষের জীবনদান করতে পারে।
বিষ্ণুপুর যুব সমাজের সভাপতি দেবাশীষ ব্যানার্জী বলেন, কোভিড 19 এর ফলে লকডাউনের সময় থেকেই রক্তের সংকট শুরু হয়। এবং গ্রীষ্মকালে একটা রক্তের সংকট দেখা যায় তাই আমরা আজ এই সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি।আজ এই সেচ্ছায় রক্তদান শিবিরের ৫০ জন রক্তদান করেছেন। সকলকে রক্তদান করার অনুরোধ করবো। সকলের রক্তদানে সারা দেশের মানুষ উপক্রিত হবে।
মালবিকা দে বলেন,অনেক দিনের চেষ্টার পর আজ রক্তদান করে খুব ভালো লাগছে। এই জন্য বিষ্ণুপুর যুব সমাজকে ধন্যবাদ। প্রত্যেক মানুষকে অনুরোধে করবো রক্তদান করার জন্য।