অবতক খবর :: মোথাবাড়ি :: মালদায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। মোথবাড়ি থানা এলাকায় বাড়ি তাঁর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মোথবাড়ি-সহ গোটা জেলা জুড়ে। মৃত ব্যক্তি মোথাবাড়ি থানার আমলিতলা গ্রামের বাসিন্দা। গত ২৭ জুন কলকাতার আরএন টেগোর হসপিটালে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, মৃতব্যক্তি একজন আম ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন থেকে তিনি হার্টের অসুখে ভুগছিলেন। গত ২০ জুন বুকে ব্যথা অনুভব হলে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু তার স্বাস্থ্যের অবনতি হতে থাকলে গত ২২ জুন ওই রোগীকে কলকাতার আরএন টেগোরে নিয়ে যান। ২৬ জুন তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। এবং সেখানে মারা যান। স্বাস্থ্য কেন্দ্রে পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেয়নি। ফলে মৃতদেহ ছাড়ায় তার পরিবারের লোকজন বাড়ি ফিরে আসেন।
মৃতের এক সন্তান (সঞ্জয় সাহা) জানিয়েছেন, বাবা হার্টের রোগী ছিলেন। ২০০৭ সালে তার বাইপাস সার্জারি হয়। বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ ছিলেন। ২৬ জুন সকালে প্রথম আমাদের জানানো হয় বাবার করোনা পজেটিভ হয়েছে।
এরপর বারবার বাবার মৃতদেহ চাইলেও হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে মৃতদেহ না দিয়েই ঘুরিয়ে দেয়। বাবার মৃতদেহ না পেয়ে সন্তান ও পরিবারের লোক জনেরা শনিবার সকালে এ গ্রামে ফিরে আসেন।