নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::   পুকুর পাড় থেকে এক ব্যক্তির সাইকেল ও গামছা উদ্ধার হয়েছে কিন্তু ওই ব্যক্তি কোন খোঁজ পাওয়া যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার তুর্কি নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন ধোবাডাঙ্গা এলাকায় একটি পুকুর পাড় থেকে ওই ব্যক্তির সাইকেল গামছা উদ্ধার হয়েছে । নিখোঁজ হওয়া ওই ব্যক্তি নাম বাবলু মুর্মু । বয়স ৩৯ বছর । বাড়ি বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ধোবাডাঙ্গা এলাকায়।

পরিবার এবং পুলিশ সূত্রে জানতে পারা যায় , মঙ্গলবার দুপুর ২:৩০ নাগাদ ওই পুকুর পাড় থেকে বাবলু মুর্মু নামের ওই ব্যক্তির সাইকেল ও গামছা উদ্ধার হয়েছে কিন্তু বাবলু মূর্মুর কোন খোঁজ পাওয়া যায়নি । পরিবারের ধারণা পুকুরের জলে স্নান করতে নেমে হয়ত তলিয়ে গিয়েছেন তিনি । পরিবারের লোকজন বিষ্ণুপুর থানায় খবর দিলে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ডুবুরীর সাহায্য নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পুকুরে চিরুনি তল্লাশি চালানো হয় যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি । তবে কি ওই ব্যক্তি পুকুরের জলে ডুবে গিয়েছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।