অবতক খবর :: নদীয়া ::    সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় পিতৃত্বের ভূমিকায় থাকে প্রশাসন, তাই অবাধ্য সন্তানকে শাসন করার অধিকার যেমন থাকে, তেমনই আন্তরিকতায় ভালোবাসার সাবধান করার মতন গুরুদায়িত্ব নেয় বিশেষ পরিস্থিতিতে।

আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হেলমেট মাস্ক পুষ্পস্তবক বিতরণের মাধ্যমে আরো একবার অবচেতন মনকে সচেতন করার বার্তা দিলেন আন্তরিকতার সাথে।

থানার সকল সিভিক ভলেন্টিয়ার,সাব ইন্সপেক্টর,ওসি, এবং ডি আই বি বিভাগের সমস্ত কর্মীরা শান্তিপুর থানা থেকে পায়ে হেঁটে শান্তিপুর কাশ্যপপাড়া‌ পর্যন্ত রাস্তায় পথচলতি সাধারণ মানুষকে অবহিত করেন হেলমেট মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা।