রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু। গত রাত থেকে নিখোঁজ প্রেয়শ্রী ঘোষ নামে ছাত্রীর দেহ একটি পুকুর থেকে উদ্ধার হয় আজ। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ বাকসারা এলাকায়।

পরিবারের লোকেদের অভিযোগ তাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তার মোবাইল ফোন পাওয়া যায়নি। সাঁতরাগাছি থানার অন্তর্গত দক্ষিণ পাল পাড়ায় প্রেয়শ্রীর বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন পাঁচিল টপকে বেরিয়ে যায় সে। পরিচিত বন্ধুরা তাকে ফোন করে ডেকেছিল বলে অভিযোগ। কি কারনে এই ঘটনা তা এখনো পরিষ্কার নয়। তবে দুজন বন্ধুকে দায়ী করছে পরিবারের লোকেরা।

আজ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। কিভাবে মৃত্যু হল তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।