অবতক খবর :: চোপড়া :: বর্ষার জলের তোড়ে ভেঙ্গে গিয়েছে পুরোনো রাস্তা । প্রসাশনের রাস্তা তৈরির কোনো হুস নেই । তাই রাস্তা পারাপার করতে গ্রামের টোটো চালকরা স্বেচ্ছাশ্রমে সাঁকো বানাচ্ছেন । ঘটনাটি চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের গুয়াবাড়ি থেকে চেতনাগছ যাওয়ার রাস্তায় ।
দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে হাজারের উপর গ্রামবাসী পাকা রাস্তা জন্য আবেদন করেও কোনোও সুফল পাননি । বাধ্য হয়ে নিজেদের উদ্যোগেই রাস্তা পারাপারে সাঁকো বানাচ্ছেন তারা । বর্ষা এলেই গ্রামবাসীদের দুর্ভোগ চরমে ওঠে । বর্ষায় রাস্তা ভেঙ্গে যাওয়াই চলাফেরা করতে অসুবিধা চেতনা গছ , বাউরি গছ সহ আরোও ৬ গ্রামের ।
দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ হচ্ছেনা । বর্ষা এলে গ্রামবাসীদের এক হাটু জল কাদা পেরিয়ে যেতে হয় হাট বাজার , স্কুল কলেজ সহ আরও বিভিন্ন কাজে । তাই আজকে গ্রামের টোটো চালকদের উদ্যোগে রাস্তার উপর বাসের সাঁকো দেওয়া হয় । গ্রামবাসীর দাবি পঞ্চায়েত , প্রশাসন কে বার বার রাস্তা সংস্কার করার কথা জানিয়ে কোনো লাভ হয়নি ।