নিজস্ব সংবাদ :: অবতক খবর :: জলপাইগুড়ি ::    লকডাউনের কারণে দুমাস বন্ধ ছিল ময়নাগুড়ি ব্লকের গৃহশিক্ষকের টিউশন পড়ানো। আনলক ১ আনলক ২ এর কারণে সবকিছুতে ছাড় মিলেছে। কিন্তু স্কুল-কলেজ ও কোচিং সেন্টার গুলির কোনরকম ছাড় মিলে নি। সে কারণেই গৃহশিক্ষক আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আজ অসহায়। তারা সরকারের মুখের দিকে চেয়ে আছে, যদি সরকারিভাবে আর্থিক সাহায্য দেয়, সে আশায় দিন গুনছে গৃহশিক্ষকরা। এ কথা মাথায় রেখে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে বিডিও সাহেবকে স্মারকলিপি জমা করেন।

ময়নাগুড়ি ব্লকের গৃহ শিক্ষক সমিতির সভাপতি দুলাল রায় বলেন, আজ আমাদের করুন অবস্থা, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কি করে চালাব সংসার? এই চিন্তায় ভেবে পারছিনা আমরা। তাই আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা করি। আর সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যথাসম্ভব আমাদের কিছু আর্থিক সাহায্য করা হোক। যদি তা সম্ভব না হয় তাহলে আমাদের কোচিং সেন্টার গুলি চালু করার নির্দেশ দেওয়া হোক তাহলে আমরা কিছুটা হলেও চলতে পারব। আর আমরা যথাসম্ভব সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজার করেই ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করব।