অবতক খবর :: হুগলী ::    দীর্ঘদিন তারকেশ্বর -কাঁড়ারিয়া রোড থেকে তালপুর স্টেশন যাওয়ার রাস্তা খারাপ। জলকাদা রাস্তায় ধান বীজ রোপন করে বিক্ষোভ দেখাল বিজেপি।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়, এলাকার স্কুল ছাত্রছাত্রী, অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে যেতে সমস্যায় পড়েন। তালপুর স্টেশনে নিত্যদিনের যাতায়াত এলাকার মানুষের। ধান বীজ রোপন করে প্রতীকী বিক্ষোভ দেখালাম আগামী দিন সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা।