অবতক খবর :: শিলিগুড়ি :: ০৭ জুলাই :: জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি সরকারি বাস। আচমকা বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যাওয়ার ফলে দুর্ঘটনার শিকার হয়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীবোঝাই বাসের যাত্রীরা।
ঘটনাস্থল শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ির তিস্তা ক্যানেল রোড এর পুটিমারি এলাকা।একদিকে তিস্তা ক্যানেল অন্যদিকে বিশাল খাদ।ঐ পথেই চলতে চলতে এক্সেল ভেঙ্গে যায় বাসটির।আচমকা কোনমতে চালক বাসটি নিয়ন্ত্রণ করে ফেলেন।তাতেই রক্ষা পায় যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে অন্য একটি গাড়িতে করে শিলিগুড়ির উদ্দেশ্যে পাঠায় বাসে থাকা যাত্রীদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই ক্ষুদ্ব এলাকার বাসিন্দারা। তাদের মতে একেই রাস্তার অবস্থা ভাল নয় এর পরে দিনের পর দিন ঘটে যাচ্ছে দুর্ঘটনা। তাই অবিলম্বে ট্রাফিক ব্যাবস্থা জোরদার করবার দাবী স্থানীয়দের।