অবতক খবর :: শিলিগুড়ি ::    গতকাল থেকে ভুমিধসে বিপর্যসত সিকিম। গতকাল রাত থেকেই ধস নামতে শুরু করে গোটা সিকিম জুড়ে, আটকে যায় যানবাহন। আটকে যায় পন্যবাহী গাড়ি।

গ্যাংটকেই ধস নামে প্রচণ্ডভাবে। গোটা গ্যাংটকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রচুর মানুষ আটকে যান রাস্তায়। ধস থেকে মানুষকে সরিয়ে আনতে রাস্তায় নেমেছে দমকল। এখনো পযর্ন্ত প্রায় দুশো মানুষকে উদ্ধার করেছে দমকল। ভূমিধসে আটকে পড়েছে জরুরি পরিসেবার সাথে যুক্ত গাড়ি গুলি। আটকে পড়েছে পন্যবোঝাই ট্রাক এবং অন্যান্য বড় গাড়িগুলি।

ভূমিধসে বন্ধ রাস্তাঘাট তাই বন্ধ সবধরনের জরুরি পরিসেবাও। তাই সিকিম সরকার এমারজেন্সি পরিসেবা হিসাবে হেলিকপ্টারের সাহায্য নিতে চলেছে। এই হেলিকপ্টার গোটা সিকিমে সমস্ত অসুস্থ মানুষদের পরিসেবা দেবে। এদিকে সিকিমকে এই অবস্থাতে সাহায্যের কথা জানালো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সিকিমকে সমস্ত দিক থেকে সাহায্য করবে যদি প্রয়োজন হয়।