অবতক খবর :: উত্তর দিনাজপুর :: সোমবার তৃনমুল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ এক তৃনমুল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মঙ্গলবার দূস্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে এবং ঘটনার প্রতিবাদে চোপড়ার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুরে ১২ ঘন্টা বন্ধ ডেকেছে তৃনমূল কংগ্রেস। শাসকদলের পক্ষ থেকে রাজ্য সরকারের পুলিশের উপর অনাস্থা প্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশকে অমান্য করে বনধ করায় জেলার রাজনৈতিক মহল রীতিমতো সরগরম।
উল্লেখ্য, সোমবার দুষ্কৃতীদের গুলিতে জখম হন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ মোট দুই জন। চোপড়া থানার গেন্দাবাড়ি বাজার এলাকায় সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আহত দুই জনের নাম আবুল হোসেন ও মুস্তফা কামাল। বাড়ি স্থানীয় অম্বিকা নগর এলাকায়। ঘটনায় অভিযোগের তীর উঠেছে সিপিএম-কংগ্রেস জোটের বিরুদ্ধে।
চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজহারউদ্দিন জানান, এদিন পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুথ স্তরে তাদের কর্মসূচি ছিল। সেখানে সিপিএম কংগ্রেসের জোটের দুষ্কৃতীরা তাদের দলের ওই দুইজনকে গুলি চালায়। দুই জনের মধ্যে একজনকে আশঙ্কা জনক অবস্থায় মেডিক্যাল ও অপরজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে জোটের পক্ষে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় জানান, সেখানে একশো দিনের কাজের টাকা বিতরণ করছিল তৃণমূল নেতারা। সেখানে ওই বিষয়টিকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। তারা এই ঘটনায় যুক্ত নন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল।