অবতক খবর :: নদীয়া :: গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ফের নতুন করে ২০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে রাণাঘাট মিউনিসিপ্যালিটি ১জন, রানাঘাট ১ ব্লক ২জন যার মধ্যে একজন ওই ব্লক সভাপতি তাপস ঘোষ, চাকদহ ব্লক ১জন, কৃষ্ণগঞ্জ ব্লক ৪জন, শান্তিপুর ব্লক ৬জন এবং নাকাশিপাড়া ব্লকে ৬জন আক্রান্ত হয়েছেন।
হরিপুর ২ জন একজন পরিযায়ী শ্রমিকের মামার বয়স ৪৮ আর ভাগ্নি বয়স ২৪ তিনি মামাকে কোয়ারেন্টাইন সেন্টারে খাবার দিতে গিয়ে আক্রান্ত হন, বাথান গেছি ১ জন মুম্বাই থেকে আসা ২২ বছর বয়সী এক পরিযায়ী শ্রমিক, বেলঘড়িয়া মা ও বাচ্চা ২ জন মায়ের বয়স ২২ বাচ্চার বয়স এক বছর , নবলা অঞ্চলের প্রফুল্ল নগর ১ জন ব্যাঙ্গালোর থেকে আগত ৫৫ বছর বয়স্ক এক পরিযায়ী শ্রমিক, এরা সবাই প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক।
এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২৪। এঁদের মধ্যে কল্যাণী এবং কৃষ্ণনগর কোভিড হাসপাতালে ভর্তি হওয়া ২৮৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩০ জন। মৃত্যু হয়েছে ১জনের।