হে বঙ্গজননী! কি করে হলে এইসব চোর নেতাদের গর্ভধারিণী? এরা করোনার কাল মানেনা। গরিবের চাল চুরি করে খায়। এরা আমফানে গৃহহীনদের টাকা পকেটে পুরে ঘরে নিয়ে যায়! এরা স্ত্রী-পুত্র-পুত্রীর কাছে কি করে মুখ দেখায়?
পকেট
তমাল সাহা
পকেট বড়ো করো নেতা দাদা!
পকেট করো বড়ো।
আমফানে গৃহহীনদের টাকা
যত পারো পকেটে ভরো।
বাজারে পাওয়া যাচ্ছে প্যান্ট
তুমি কি জানো?
সিক্স পকেট এইট পকেট—
শেষ হয়ে যাবে কিনে আনো
হয়ে যাচ্ছে লেট।
গরীবের টাকা ইচ্ছে মতো মারো
পকেট বড়ো করো নেতা দাদা!
পকেট করো বড়ো।
কান ধরে ওঠবোস,
ওতে লজ্জা কিসের?
তোমার হৃদয় তো তৈরি সীসের!
টাকা তুলে নাও আগে
নিজের ঘরে তো ভরো।
পকেট বড়ো করো দাদা নেতা!
পকেট করো বড়ো।
ক্ষতিগ্রস্তদের তালিকা টাঙিও না
কামাইবাজ নেতাদের চিনিও না।
ধরা পড়ে যাবে
কোন কোন নেতা চোর।
সাগর কিনারে দাঁড়িয়ে
চালচুলোহীন মানুষ—
চোখ আকাশের দিকে।
দেখছে কি নিদারুণ
মা মাটি মানুষের ভোর।